আমাদের ভারত, হাওড়া, ৪ নভেম্বর: বাগনানের বিজেপি নেতা কিঙ্কর মাজী খুনের ঘটনায় মঙ্গলবার হাসিবুল মল্লিক নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল বাগনান থানার পুলিশ। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে আনা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। হাসিবুল গ্রেফতার হওয়ায় এখনোও পর্যন্ত পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করল।
প্রসঙ্গত, অষ্টমীর রাতে বাগনানের চন্দনাপাড়ায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন বিজেপি নেতা কিঙ্কর মাজী। পরে কলকাতার হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে গুলি চালানোর ঘটনার পরেই গ্রামবাসীরা ছোট্ট মাইতি নামে এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাকে গ্রেফতার করে।
অন্যদিকে গুলি চালানোর পরেই ঘটনার অন্যতম অভিযুক্ত পরিতোষ মাজী ও হাসিবুল মল্লিক এলাকা থেকে পালিয়ে যায়। মঙ্গলবার পুলিশ হাসিবুলকে গ্রেফতার করলেও এখনও পর্যন্ত পরিতোষের নাগাল পায়নি পুলিশ।