জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: করোনা রোগীদের জন্য পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম প্লাজমা দিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী মঞ্জু মহান্তি। অষ্টাদশি মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজের প্লাজমা ব্যাঙ্কে রক্ত দিয়েছেন ওই মোর্চা নেত্রী। মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন, এই প্রথম তারা কোনও করোনামুক্ত ব্যক্তির প্লাজমা সংগ্রহ করলেন।
বেলদা শহরের নন্দ মার্কেট এলাকার বাসিন্দা মঞ্জু মহান্তি জানান, ১৫ জুলাই তিনি এবং ১৬ জুলাই তার মেয়ে প্রিয়াঙ্কা করোনা পজিটিভ রিপোর্ট পান। এরপর তাকে শালবনিতে এবং মেয়েকে মেদিনীপুরের আয়ুস করোনা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এগারো দিনের পর দুজনেই করোনামুক্ত হই। তখনই ঠিক করি অন্য রোগীদের কাজে লাগলে তারা এগিয়ে আসবেন। কয়েকদিন আগে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে যোগাযোগ করা হয় এবং জানতে চাওয়া হয় আমরা প্লাজমা দিতে রাজি কি না। এরপরে আমরা রাজি হয়ে যাই।