সাথী প্রামানিক, পুরুলিয়া, ২০ জুলাই: চন্দ্র পৃষ্ঠে মানুষের প্রথম পদক্ষেপের কথা স্মরণ করে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে পালিত হল ‘মুন ল্যান্ডিং ডে’। আজ এশিয়ার প্রথম এই জেলা বিজ্ঞান কেন্দ্রে ভার্চুয়াল পদ্ধতিতে এই দিনটির তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন কলকাতার বিড়লা প্ল্যানেটেরিয়ামের নির্দেশক ডক্টর দেবপ্রসাদ দুয়ারী এছাড়াও বিড়লা শিল্প ও কারিগরী কেন্দ্রের নির্দেশক ভি এস রামচন্দ্রন সহ বিশিষ্ট জনেরা। পুরুলিয়া জেলা ছাড়াও অন্য জেলা থেকেও বহু ছাত্রছাত্রী যোগ দেন এই আলোচনায়। গুগুল মিটের মাধ্যমে এবং কম্পিউটার প্রেজেন্টেশনের দ্বারা মহাজাগতিক বহু বিষয় সুন্দর ভাবে উপস্থাপিত করা হয়।

পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এই নিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে করোনা আবহে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে রয়েছে। অথচ তাদের মধ্যে জ্ঞান তৃষ্ণা রয়েছে। তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মহাকাশ বিজ্ঞানীরা এতে যোগ দেওয়ায় তাঁদের ধন্যবাদ জানান ধ্রুবজ্যোতিবাবু।”


