আমাদের ভারত, ২১ জুলাই:
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা তোলা নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে কার্যত মেনে নিলেন, যে তৃণমূলের তরফে টাকা তোলা হয়।
“তৃণমূলের নাম করে টাকা তোলা বরদাস্ত করা হবে না।” বৃহস্পতিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূলের নামে কেউ টাকা তুললে সোজা থানায় জানান। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, একুশে জুলাই সভার নাম করে কোনও টাকা তোলা যাবে না।
এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে প্রকারান্তে মেনে নিলেন যে তৃণমূলের নাম করে টাকা তোলা হয়।” তিনি দাবি করেন, একুশে জুলাই এর নাম করে সত্যিই গ্রামে গ্রামে টাকা তোলা হয় চাপ দিয়ে।
খাদ্যপণ্যের জিএসটি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী নাটক করছেন। কারণ জিএসটি কাউন্সিলের বৈঠকে যখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন তা সমর্থন করেছে তৃণমূল সরকারের প্রতিনিধি।
বাংলাকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। গরিব মানুষ এক মাস ধরে কাজ করে টাকা পাচ্ছেন না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। শহীদ মঞ্চ থেকে বিজেপির সরকারের বিরুদ্ধে এই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী কতটা গরিবের প্রতিনিধিত্ব করছেন তা তার পরিবারের সদস্যদের সম্পত্তির পরিমাণ দেখলেই বোঝা যায়। “আমাদের প্রধানমন্ত্রী গরিবের প্রধানমন্ত্রী বলেই ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন, বুস্টার ডোজ ফ্রিতে দিচ্ছেন। পেট্রোল, ডিজেলের দাম কমিয়েছেন। প্রকৃত গরিবের সরকার নরেন্দ্র মোদী সরকার।”