আমাদের ভারত, ২ আগস্ট: অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। আর এই টাকার পেছনে কোন রহস্য লুকিয়ে সেই উত্তর পাওয়া যেতে পারে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া তিন-তিনটি ডায়েরি থেকে।
সূত্রের খবর, উদ্ধার হওয়া দুটি ডায়েরি থেকে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। কোটি কোটি টাকার হিসেব রয়েছে সেই ডায়েরিতে। ডাইরি থেকে পাওয়া তথ্য তদন্তকে নতুন মোড় দিতে পারে বলে মনে করা হচ্ছে। এই টাকা কে নিয়ে আসত কোথা কোথা থেকে আসতো সে সব কিছুরই উল্লেখ রয়েছে বলে মনে করা হচ্ছে ওই ডাইরি গুলিতে।
শুধু কি টাকা অর্পিতার ফ্ল্যাটেই আসতো না সেখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো? ওই ডায়েরির লেখা অর্পিতার কিনা তা নিশ্চিত করতে হাতের লেখা বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে একটি কালো রংয়ের ডায়েরি থেকে। ওই ডায়েরির উপরে লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এন্ড স্কুল এডুকেশন, গর্ভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওই ডায়েরির চল্লিশটি পাতা টাকার হিসেব নিকেশ লিখে রাখার জন্য ব্যবহৃত হয়েছে।
অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কালো ডায়েরি বলেই মনে করা হচ্ছে। এছাড়াও মিলেছে অন্য আরও দুটি ডায়েরি। তাতে লেখা বিভিন্ন তথ্য ও ফোন নাম্বার তদন্তকে সঠিক পথে এগোতে সাহায্য করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

