আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ এপ্রিল: আগুনে ভস্মীভূত দিনবাজারের নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি হলেও বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যবসা করতে পাচ্ছিলেন না ব্যবসায়ীরা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর বিদ্যুৎ সংযোগ চালু করতে ট্রান্সফর্মারের জন্য ৫৭ লক্ষ ৯৪ হাজার ৯৩০ টাকা বরাদ্দ করল বলে জানালেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। তিনি জানান, দিনবাজারের মার্কেট কমপ্লেক্সে জলের সংযোগ আগামী সপ্তাহেই দিয়ে দেওয়া হবে।” মার্কেট কমপ্লেক্সে বিদ্যুৎতের ব্যবস্থা করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পাশাপাশি পাপিয়া পালকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী মহল।

এদিকে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শরৎ মন্ডল বলেন, আমরা চাইছি অতি দ্রুতই মার্কেট কমপ্লেক্স চালু করা হোক। এ পর্যন্ত ১১৯ জনকে দোকান ঘর বন্টন করা হয়েছে। সেখানে মোট দোকান রয়েছে ৩৩৭টি। আগামীতে যাতে বাকি ব্যবসায়ীরা দোকান পেয়ে যান তার জন্য আবেদন রাখছি প্রশাসনের কাছে।”
উল্লেখ্য, ২০১৫ সালের ৭ই মে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনবাজারে ভষ্মীভূত হয়ে যায় শতাধিক দোকান। ২০১৮ সালে নতুন ভবন কিংবা মার্কেট কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ হয়। জলের সংযোগ ও বিদ্যুৎ না থাকার কারণে মার্কেট কমপ্লেক্স চালু করা সম্ভব হয়নি। তবে এবার সমস্যা মিটতে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই খুশি ব্যবসায়ীরা।

