রামপুরহাট গণহত্যার প্রতিবাদে ও কেন্দ্রের হস্তক্ষেপের দাবিতে সোমবার কলকাতায় মহা মিছিলের ডাক বিজেপির

আমাদের ভারত, ২৬ মার্চ: রামপুরহাট গণহত্যার প্রতিবাদে ও এই ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে সোমবার কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছে বিজেপি। সোমবার ওয়েলিংটন থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত মিছিল করবে বিজেপি। ঐদিন আবার বামেরা ধর্মঘটের ডাক দিয়েছেন। একদিকে ধর্মঘট অন্যদিকে মহামিছিল ফলে আগামী সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনটি যে হাইভোল্টেজ হতে চলেছে মহানগরের জন্য তা বলাই বাহুল্য।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সমস্ত বিজেপি বিধায়ককে ওই মিছিলে থাকতে বলা হয়েছে। এছাড়াও বিজেপির রাজ্য স্তরের সব নেতারা ওই মিছিলে থাকবেন বলে খবর। সূত্রের খবর মূলত ৭টি বিধানসভা কেন্দ্র থেকে লোক আসবে ওই মিছিলে। উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার ছাড়াও আশপাশের বেশ কিছু বিধানসভা এলাকা থেকেও লোক এসে পা মেলাবে এই মিছিলে। চেষ্টা চলছে একটি বড় জামায়াতের।

রামপুরহাটের গণহত্যার ঘটনায় প্রতিবাদে সরব বিজেপি। এই ঘটনাকে সামনে রেখে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছেন তারা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে মুখর তারা। কিন্তু সোমবার বামেদের শ্রমিক সংগঠন গুলো ধর্মঘট ডেকেছে। সেই ধর্মঘটকে বানচাল করাও এই মিছিলের লক্ষ্য বলে দাবি করেছেন বাম ওয়াকিবহাল মহল।

কিন্তু বিজেপির দাবি বামেদের ডাকা ধর্মঘটের থেকে রামপুরহাট কান্ডের গুরুত্ব অনেক বেশি। তাদের বক্তব্য যদি ওরা ধর্মঘট সফল করতে পারে তাহলে তো এমনিতেই বিজেপির মিছিলে লোক হবে না। তাহলে এত ভাবনা কিসের?

এদিকে শনিবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামপুরহাট এসডিপিও কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। শুভেন্দু বলেন ২১ মার্চের ঘটনা গোটা দেশজুড়ে সমালোচিত। যেভাবে সেখানে মহিলা শিশুদের পুড়িয়ে মারা হয়েছে তা অত্যন্ত লজ্জার। রাজ্যজুড়ে প্রচুর বোমা বারুদ বন্দুক ছড়িয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল রাজ্যকে সন্ত্রাসের আঁতুড়ঘর পরিণত করেছে। তলানিতে চলে গেছে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *