পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: আর কয়েক মাস পরেই শুরু হবে বাংলার রাজনৈতিক যুদ্ধ পঞ্চায়েত নির্বাচন। আর এই লড়াইয়ে রাজনৈতিক অস্ত্রে শান দিতে শুরু করেছে রাজনৈতিক নেতা থেকে কর্মীবৃন্দ সকলেই। আর নিজ নিজ দলের কর্মীদের রাজনৈতিক ময়দানে নামাতে নেওয়া হয়েছে নানান কর্মসূচি। রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস নানা দুর্নীতিতে জর্জরিত হয়েও প্রতিপক্ষের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বাইক মিছিল, পথসভা ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় গোমুন্ডা বাজারে।
এই রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মাইতি, মোহনপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন নায়েক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সহ কর্মীরা। এই সভায় অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় কয়েকশো নেতা কর্মী রাজ্য যুব নেতা নির্মাল্য চক্রবর্তীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে।