Mohan Bhagwat, Three children, জাতিসত্তা টিকিয়ে রাখতে ভারতীয় দম্পতিকে তিন সন্তান নেওয়ার পরামর্শ দিলেন মোহন ভাগবত

আমাদের ভারত, ২৮ আগস্ট: প্রত্যেক ভারতীয় দম্পতির তিনটি করে সন্তান নেওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। জাতিসত্তা টিকিয়ে রাখতে এটি খুব জরুরি বলে বিশেষজ্ঞরা বলছেন বলেও দাবি করেন সংঘ প্রধান। তাঁর দাবি, বিশেষজ্ঞরা জানাচ্ছেন তিনটির কম সন্তান হলে বংশ বিস্তারের গতি কমে যায়। এর ফলে সেই পরিবার তথা কোনো সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।

বৃহস্পতিবার আরএসএসের প্রতিষ্ঠা শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তাঁর মন্তব্য, দেশে জন্মহার ২.১ রাখার বিষয়টি নিশ্চিত করতেই হবে। সংঘ প্রধান বলেন, ভারতের জনসংখ্যা নীতিতে ২.১ সন্তান থাকার পরামর্শ দেওয়া হয়। যা গড় হিসেবে ঠিক আছে। কিন্তু আপনার কখনই ০.১ সন্তান থাকতে পারে না। গণিতে ২.১ হলে ২ হয়। কিন্তু যখন জন্মের কথা এলো সেক্ষেত্রে তিনজন হতে হয়। তিনি বলেন, চিকিৎসকরা আমাকে এটাই বলেছেন। ভারতীয় নারীদের তিন সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে ভাগবত দাবি করেছেন, অন্য অনেক দেশেই এই নীতি প্রচলিত রয়েছে।

এর আগে গত বছর নাগপুরে আরএসএসের অধিবেশনেও তিন সন্তান নীতির পক্ষে সাওয়াল করেছিলেন ভাগবত। তিনি দাবি করেন, জনসংখ্যা বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা বলছে, কোনো জাতির জনসংখ্যা বৃদ্ধির হার ২.১- এর নিচে নেমে গেলে সেই সমাজের অবলুপ্তি ঘটে। তার জন্য বাইরে থেকে কোনো আক্রমণের প্রয়োজন নেই। একা একাই ধ্বংস হয়ে যাবে ওই জাতি।

তিনি বলেছিলেন, এর আগেও বহু ভাষা ও সভ্যতা এভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে।সেই জন্য জনসংখ্যা বৃদ্ধির হার কখনোই ২.১ এর কম হওয়া উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *