মোদি সরকারের কাছে আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানালেন মহম্মদ সেলিম

আমাদের ভারত, কলকাতা, ২১ মে: আমফানের তান্ডবকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানালেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম। কলকাতায় তিনি বলেন, আমরা এক দারুণ বিপর্যয়ের মধ্যে রয়েছি। একে করোনার জন্য মানুষের কষ্টের শেষ নেই। তারপর সুপার সাইক্লোন আমফান সব শেষ করে দিয়েছে। বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়ের তান্ডবে বহু ক্ষতি হয়েছে। বহু মানুষের সম্পত্তি নষ্ট হয়েছে পূর্বমেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। মানুষের এখন জীবন জীবিকা চালানোই দুষ্কর।

মুখ্যমন্ত্রী নিজে বলছেন, সমন্ত ক্ষতির হিসাব জানতে তিনদিন সময় লাগবে। এখনও বহু জায়গায় প্রশাসন পৌছাতে পারেনি। সিপিএমের তরফে রাজ্যের কাছে ত্রাণের জন্য আবেদন জানানো হয়েছে। তাছাড়া এতবড়ো বিপর্যয় থেকে মুক্তি পেতে বামেরা কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানাচ্ছে। কারণ শুধুমাত্র পশ্চিমবাংলা ছাড়াও ওড়িষাতেও আমফানের তান্ডবে মানুষের যথেষ্ট ক্ষতি হয়েছে বলে জানান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *