মোদীরাজ বাংলায় আসছে, বিহার পার করে নবান্নের দিকে ছুটছে, বললেন দিলীপ ঘোষ

আমাদের ভারত্ত, উত্তর ২৪ পরগণা, ১৬ নভেম্বর: মোদী রাজত্ব বাংলায় আসছে। বিহার পর্যন্ত এসে গেছে। আর কিছুদিন পর বাংলায় শুরু হয়ে যাবে মোদীরাজ। আজ সকালে বারাসতের কাছারি ময়দানে দলের চিকিৎসক সংগঠন ও পরে বারাসত কলোনী মোড়ে আইনজীবীদের সঙ্গে চায়ে পেয়ে চর্চায় যোগ দিয়ে একথা বলেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, বাংলার মানুষ মোদী রাজত্ব চাইছে, তাই আমরা বাংলাকে গুজরাট বানবো, যাতে বাংলার মানুষকে পরিযায়ী হয়ে গুজরাটে যেতে না হয়। ৪৫ বছর ধরে কেন্দ্র দিচ্ছে না, দিচ্ছে না বলে যেতে হচ্ছে বাংলাকে।আপনারা একবার বিজেপিকে সুযোগ দিন, আমরা বাংলাকে সোনার বাংলা বানাবো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, দিদিমণির পাপের বোঝা বাংলাকে বইতে হচ্ছে। রাজ্যের কোনও পরিবর্তন হয়নি। হয়েছে শুধুমাত্র দিদির ভাই আর ভাইপোর। কৃষক কেন্দ্রের টাকা পাচ্ছে না।” এই ব্যবস্থা থেকে মুক্তি দিতে তিনি বাংলায় মোদী রাজত্বের কথা বলেন। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে কেউ প্রতারিত হয় না, তাই একটা রাজ্যে তিনবার চারবার করে বিজেপি ক্ষমতায় আসছে। বিহার পর্যন্ত এসে গেছে, এবার নবান্নের দিকে ছুটছে। বাংলার মানুষ তাকে স্বাগত জানাচ্ছে। তাই দেখে দিদির আর তাঁর ভাইয়েরা ভয় পেয়ে গেছে। অনেক বিধায়ক বলছেন, তারা আর ভোটে দাঁড়াবেন না, তৃণমূল করবেন না। দিলীপ ঘোষ এর প্রশ্ন– কেন কামানো কি হয়ে গেছে?

তাঁর অভিযোগ বাংলা জুড়ে দাঙ্গার রাজনীতি করছে তৃণমূল। মুর্শিদাবাদ থেকে ঝেঁটিয়ে জঙ্গি বেড় হচ্ছে। বারাসত থেকে কৈজুরী– নারীর কোনও নিরাপত্তা নেই। উদ্বাস্তু অধ্যুসিত উত্তর ২৪ পরগনা জেলায় দাঁড়িয়ে ফের নাগরিকত্ব আইনে সকলকে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানান দিলীপ ঘোষ। একই সঙ্গে এই দিন উত্তর ২৪ পরগনা জেলা তৃণম্যুল কংগ্রেসের সভাপতি ও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কে দিলীপ ঘোষের খোলা চ্যালেঞ্জ উনি ঠিক করুন কোন সিটে দাঁড়িয়ে হারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *