Modi, BJP, বিহার নির্বাচনের ফলাফল নিয়ে মোদীর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে, কী বলেছিলেন প্রধানমন্ত্রী, ভাইরাল ভিডিও

আমাদের ভারত, ১৪ নভেম্বর: বিহার নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে আজ। দুই দফায় অনুষ্ঠিত হয়েছিল বিহারের নির্বাচন। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ’র বিরাট জয়কে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে উন্নয়ন, সুশাসন, জনকল্যাণ ও সামাজিক ন্যায়ের জয় বলে অভিহিত করেছেন। তবে এই জয় নিয়ে প্রধানমন্ত্রী আগে থেকে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা ইতিমধ্যেই খুব ভাইরাল হচ্ছে।

ফলাফল প্রকাশের পর মোদী সোশ্যাল মিডিয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, সুশাসন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক ন্যায়ের জয় আমরা পূর্ণ মাত্রায় রাজ্যে সার্বিক উন্নয়ন নিশ্চিত করেছি। জনগণ আমাদের কাজের উপর আস্থা রেখেছে এবং বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। এই পোস্টটি যেমন বিপুল ভিউ হয়েছে তেমনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে তিনি জোর দিয়ে বলেছিলেন যে, জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএর দল বিহারে তাদের সর্বকালের সবচেয়ে বড় জয় অর্জন করবে।

মোদীর এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। তিনি যা বলেছিলেন এবারের নির্বাচনের ফলাফলে ঠিক তাই ঘটেছে।

তিনি আজ এই জয়ে আনন্দিত হয়ে জনগণের উদ্দেশ্যে জানান, আগামী দিনে আমরা বিহারের উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করবো এবং এখানকার পরিকাঠামো এবং রাজ্যের সংস্কৃতিকে একটি নতুন পরিচয় দেব।

যারা অক্লান্ত পরিশ্রম করেছেন উন্নয়নের জন্য এজেন্ডা উপস্থাপন করেছেন এবং বিরোধী দলের প্রতিটি মিথ্যাকে দৃঢ়ভাবে মোকাবিলা করেছেন সেই সমস্ত এন ডি এ কর্মীদের প্রতিও মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগামী দিনে এনডিএ সমস্ত স্তরের স্থিতিশীলতা ও গতিশীলতা বজায় রেখে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের লক্ষ্য অর্জনের দিকে কাজ করবে।

মোদী আরো বলেন, যারা এনডিএ’কে এইরকম ঐতিহাসিক জয় এনে দিয়েছেন বিহারে সেই সমস্ত পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। এই অসাধারণ জনাদেশ আমাদের বিহারের জন্য নতুন সংকল্প নিয়ে কাজ করার ক্ষেত্রে শক্তি যোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *