ব্যপক সাড়া ! করোনার বিরুদ্ধে একতা প্রদর্শনে মোদীর ডাকে অকাল দীপাবলি পালন ঘরবন্দি দেশবাসীর

আমাদের ভারত, ৫ এপ্রিল: মোদীর ডাকে সাড়া দিয়ে করোনার বিরুদ্ধে একতার বার্তা দিতে ঘরবন্দি দেশবাসীর অকাল দীপাবলি পালন করল। ব্যপক সাড়া দেশজুড়ে। কাশ্মীর থেকে কন্যাকুমারী মোদীর ডাকে সাড়া দিয়ে করোনা যুদ্ধে সামিল হল আজ।

করোনা যুদ্ধে সারা দেশ একজোট হয়ে মোদীর দেওয়া টাস্ক পালন করল। রাত ৯ টায় আলো নিভিয়ে বাতি জ্বেলে করোনার বিরুদ্ধে একজোট হয়ে যুদ্ধে সামিল হবার সংকল্প নিল আজ দেশবাসী। করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য আলোর শপথ নিল সারা ভারত।

বাতি জ্বালানোর সাথে কোথাও কোথাও সাথে শোনা গেছে শঙ্খধ্বনি। আকাশে ফেটেছে আতসবাজি। ধর্মীয় প্রতিষ্ঠানে হয়েছে মন্ত্রোচ্চারন।

সেলিব্রেটি, ক্রীড়াবিদ রাজনীতিবিদ থেকে আম জনতা সকলেই মোদীর ডাকে সাড়া দিয়ে করোনার অন্ধকার সরিয়ে আলোর যাত্রায় সামিল হয়েছেন এদিন। আলো নিভিয়ে বাতি জ্বেলে করোনার বিরুদ্ধে ৯ মিনিট ভারতবাসীর বিশ্বের সামনে তুলে ধরল একতার বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *