“আভি তো সুরজ উগা হে” নিজের লেখা কবিতা দিয়ে ২০২১ কে স্বাগত জানালেন মোদী

আমাদের ভারত, ১ জানুয়ারি: নিজের লেখা কবিতা দিয়ে
নতুন বছর ২০২১কে স্বাগত জানালেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। শুক্রবার দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্র সরকারের টুইটার হ্যান্ডল মাই গভ ইন্ডিয়াতে ১ মিনিট ৩৭ সেকেন্ডের এর একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে আছে মোদীর লেখা হিন্দি কবিতা। আর কবিতাটি আবৃত্তি করছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কবিতার নাম আভি তো সূরজ উগা হে (এই তো সূর্য উঠলো)।

সরকারি টুইটারে কবিতার ইংরেজি শিরোনাম দেওয়া হয়েছে দ্য সান হেজ জাস্ট রাইজেন। টুইটারে লেখা হয়েছে নতুন বছরের প্রথম দিনটি শুরু করুন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী লেখা মনমুগ্ধকর এবং অনুপ্রেরণা মূলক কবিতা আভি তো সুরুজ উগা হে দিয়ে।

মোদী নিজের লেখা এই কবিতায় দেশের প্রতিটি সেনা, চিকিৎসা কর্মী, এবং কৃষকদের অবদানকে স্মরণ করেছেন। অঙ্গীকার করেছেন নতুন বছরের সমস্ত প্রতিবন্ধকতার মোকাবিলা করে স্বপ্নপূরণের। বার্তা দিয়েছেন আপন পরের ভেদাভেদ না করে প্রত্যেক দেশবাসীর শক্তি হয়ে উঠবে তার সরকার।

শুক্রবার নতুন বছরের প্রথম দিনে সকালে মোদী টুইটারে দেশবাসীর সুখ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে বার্তা দেন। করোনারি বিরুদ্ধে লড়াইকে জারি রাখার আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *