গীতা মেহতার প্রয়াণে শোক প্রকাশ মোদী থেকে মমতার

আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: গীতা মেহতার প্রয়াণে শোকের ছায়া দেশের সব মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— অনেকেই তাঁর পরিবারকে শোকবার্তা পাঠিয়েছেন।

গীতা মেহতার প্রয়াণের দুঃসংবাদ পেয়ে নরেন্দ্র মোদী একটি শোক বার্তা পোস্ট করেন সামাজিক মাধ্যমে। প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি শোকাহত’। নিজের শোকবার্তায় মোদী লেখেন, ‘তিনি একজন বহুমুখী ব্যক্তিত্ব ছিলেন, তাঁর বুদ্ধিমত্তা এবং লেখালেখির পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহের জন্য পরিচিত। তিনি প্রকৃতি এবং জল সংরক্ষণ সম্পর্কে উৎসাহী ছিলেন। আমি এই শোকের মুহূর্তে নবীনজির এবং সমগ্র পরিবারের সাথে। ওম শান্তি।’

মমতা বন্দ্যোপাধ্যায় এক হ্যাণ্ডেলে লিখেছেন “লেখিকা গীতা মেহতার মৃত্যু সংবাদে শোকাহত। একজন বিশাল ব্যক্তিত্বের কন্যা, বিজু পট্টনায়েক এবং ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বোন ছিলেন তিনি। তিনি একজন বিশিষ্ট লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যু আমাদের হতাশ করে। আমি নবীন পট্টনায়েক এবং তাঁর সমগ্র পরিবার, বন্ধুবান্ধব এবং পাঠকদের প্রতি আমার সমবেদনা জানাই। তাঁর আত্মা শান্তিতে থাকুক।”

প্রসঙ্গত, গীতার লেখা একাধিক গ্রন্থ ব্যাপকভাবে সমাদৃত। ‘কর্ম কোলা’, ‘স্নেক’, ‘ল্যাডার’, ‘এ রিভার’, ‘সূত্র’, ‘দ্য ইটারনাল গণেশা’ এমন বহু ধরনের বই তিনি লিখেছেন, যা পাঠক সমাজে সমাদৃত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *