Modi, Durgapur, কয়েক হাজার কোটির প্রকল্প উদ্বোধন সহ বিধানসভা ভোটের দামামা বাজাবেন, ১৮ জুলাই দুর্গাপুরে মোদী

আমাদের ভারত, ১৭ জুলাই: ভোটের দামামাটা কে প্রথম বাজাবে তা নিয়ে একরকম প্রতিযোগিতা চলছে রাজ্য রাজনীতিতে। রাত পেরলেই দুর্গাপুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ তৃণমূলের ২১ জুলাই- এর সভার আগেই নিজের রাজনৈতিক পদক্ষেপ স্পষ্ট করে দিল পদ্ম শিবির। তবে কেবল রাজনৈতিক কচকচানি নয়, বাংলার জন্য ঝুলি ভরে উপহারও নিয়ে আসছেন নরেন্দ্র মোদী বলে সূত্রের খবর।

আগামীকাল সভা থেকে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। জানাগেছে, তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক, রেলসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর, ১৯৫০ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ হতে চলেছে পেট্রোলিয়াম খাতে। বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করবেন মোদী।

এছাড়াও প্রধানমন্ত্রী উর্জা যোজনার আওতায় দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিলোমিটার প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার মধ্যে দিয়ে গিয়েছে। যাতে খরচ পড়েছে বাড়তি ১ হাজার ১৯০ কোটি টাকা। শুক্রবার সেই প্রকল্পও উদ্বোধন করবেন মোদী।

দুর্গাপুর ও রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে পরিবেশ-বান্ধব শক্তি উৎপাদনের জন্য বিশেষ সিস্টেম সংযোজন প্রকল্পের শিলান্যাস করবেন মোদী, যার আনুমানিক খরচ হবে প্রায় এক হাজার ৪৫৭ কোটি টাকা।

রেল উন্নয়ন খাতে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস হতে চলেছে আগামীকাল। জানাগেছে, পুরুলিয়া- কোটশিলা ৩৬ কিলোমিটার দীর্ঘ রেল লাইন প্রকল্পটি শিলান্যাস করবেন তিনি। যার জন্য ৩৯০ কোটি টাকা ব্যায় হবে। এই প্রকল্পটি জামশেদপুর, বোকারো ও ধানবাদের শিল্পাঞ্চলের সঙ্গে রাঁচি ও কলকাতাকে যুক্ত করবে।

তবে শেষ পর্যন্ত ২৬- এর বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিতেই যে প্রধানমন্ত্রী আসছেন তা বলার অপেক্ষা রাখে না। নতুন রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই ভোটের দামামার সুর সাধতে শুরু করেছিল বঙ্গ বিজেপির নেতৃত্ব। এবার মোদীর আগমনের পর একরকম আদাজল খেয়ে ময়দানে নামার ঘোষণা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আর এটাও মনে করা হচ্ছে ১৮-র সভায় জবাব মিলবে ২১- এর সভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *