আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: তিনি একদিকে দেশের প্রধানমন্ত্রী, অন্যদিকে তিনি দল বিজেপির সবচেয়ে বড় নেতা, তাই তাঁকে ভিভিআইপি বললেও কম বলা হবে। কিন্তু সেই নরেন্দ্র মোদী নিজের দলের কর্মশালায় এক্কেবারে পিছনের সারিতে বসলেন। আর সেই ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।
উপরাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে দিল্লিতে দু’দিনের কর্মশালা চলছে বিজেপির। যেখানে উপস্থিত রয়েছেন বিজেপির সব সাংসদরা। রবিবার সেই বৈঠকেই দেখা গেল প্রধানমন্ত্রীর এই ছবি, যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সকালে বিজেপির এই কর্মশালার শুরুতেই জিএসটি সংশোধনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সাংসদরা। এরপর সেখানে উপস্থিত সমস্ত সংসদের উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হয়। সেই সময় দেখা যায় তাঁর জন্য বরাদ্দ সামনের সারির ভিআইপি আসন ছেড়ে তিনি গিয়ে বসেছেন একেবারেই পিছনে সারিতে। এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন উত্তরপ্রদেশের গোরখপুররে সাংসদ রবি কিষাণ। সঙ্গে তিনি লেখেন, সাংসদদের কর্মশালায় একেবারে শেষের সারিতে বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাই বিজেপি। এখানে সবাই কর্মী।
তাঁর এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন মানুষ। যেখানে কেউ তার প্রশংসা করেছেন, তো কেউ কটাক্ষও করেছেন।
বিজয় কুমার গুপ্তা নামে এক ব্যক্তি লিখেছেন, এটাই নরেন্দ্র মোদীর বৈশিষ্ট্য। যা তাঁকে বাকি সকলের থেকে আলাদা করে। কেউ কেউ লিখেছেন অ্যাটেনশন পেতে এই সব করেছেন প্রধানমন্ত্রী।
বিজেপির এই দলীয় কর্মশালায় আইন প্রণয়ন, দক্ষতা, শাসন কৌশল এবং রাজনৈতিক যোগাযোগের উপর আলোকপাত করা হয়েছে। একই সঙ্গে শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়া ও বিরোধীদের রুখতে দলের রণকৌশল নিয়ে আলোচনা করেন। তবে তার পাশাপাশি উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোটাভুটির বিষয় দীর্ঘ নিয়ে আলোচনা হয় এদিন।
জগদীপ ধনকড়ের ছেড়ে যাওয়া আসনে কে বসবেন তা ঠিক হয়ে যাবে ৯ সেপ্টেম্বর। ওই দিনে লড়াইয়ে দুই পক্ষ এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল শিল্পী রাধা কৃষ্ণান এবং বিরোধী ইন্ডিয়া জোটের হয়ে লড়ছেন প্রাক্তন বিচারপতি অন্ধ্রের ভূমিপুত্র বি সুদর্শন রেড্ডি। ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন বিরোধী ছয়টি দল আর নির্বাচনের একদিন আগে দলের তরফে তাকে সমর্থনের ঘোষণা করেছেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি।