আমাদের ভারত, ৮ আগস্ট: আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধ চলছে। ভারত রাশিয়া থেকে তেল কিনছে, সেই কারণেই ভারতীয় পণ্যের ওপর জরিমানা সহ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। এই পরিস্থিতিতে শুক্রবার রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পরে সোশ্যাল মিডিয়ায় এই ফোনালাপের কথা জানিয়েছেন মোদী।
পুতিনকে বন্ধু বলে উল্লেখ করে মোদী লিখেছেন, তারা দু’জনেই ভারত-রাশিয়া সম্পর্ক আরো মজবুত করার উপর জোর দিয়েছেন। দুই দেশের কৌশলগত অংশীদারি বৃদ্ধি নিয়েও কথা বলেছেন। একই সঙ্গে ইউক্রেনে সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে পুতিন তাকে জানিয়েছেন বলেও লিখেছেন মোদী।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, “বন্ধু পুতিনের সঙ্গে খুব ভালো এবং পুঙ্খানুপুঙ্খ কথোপকথন হয়েছে। ইউক্রেনে সাম্প্রতিক পরিস্থিতির কথা জানানোর জন্য ওকে ধন্যবাদ জানাই। আমাদের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে পর্যালোচনা করেছি। ভারত এবং রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারি বৃদ্ধি নিয়ে আলোচনা করেছি। চলতি বছরে পুতিনকে এ দেশে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছি।”
বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, তারপরেই মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে পুতিনের।
এদিকে ভারতীয় পণ্যের ওপর জরিমানা সহ ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। ভারতীয় সংস্থাগুলি রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে বিক্রি করে মুনাফা করছে, এবং রাশিয়াকে যুদ্ধে সাহায্য করে চলেছে। সেই কারণে এই শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেছেন ট্রাম্প বলে জানিয়েছেন তিনি। এরপরই রাশিয়া সরকারের মুখপত্রে বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি সার্বভৌম দেশগুলির অবশ্যই তাদের বাণিজ্যিক ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার রয়েছে।”
এদিকে রাশিয়া সফরে গিয়ে দোভাল বৃহস্পতিবার রাশিয়া থেকেই পুতিনের ভারত সফরের কথাও জানান। চলতি মাসের শেষে ভারত সফরে আসার কথা পুতিনের। সেই তারিখ এখনো জানা যায়নি।
আমেরিকার সঙ্গে যখন শুল্ক নিয়ে যুদ্ধ চলছে তার মধ্যে পুতিনের এই ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।