ঢোল বাজালেন মোদী! স্কটল্যান্ডে প্রবাসীদের শুভেচ্ছায় আপ্লুত প্রধানমন্ত্রীর হাতে ড্রামস্টিক, দেখুন ভিডিও

আমাদের ভারত, ৩ নভেম্বর: ভারতবর্ষ স্বাধীন হবার পর থেকে যতজন প্রধানমন্ত্রী হয়েছেন তিনি তাদের মধ্যে ব্যতিক্রমী চরিত্র। সমাজের একেবারে নিচু স্তর থেকে ধাপে ধাপে উঠে এসে আজ দেশের সর্বময় কর্তা তিনি। আর সেই জন্যই হয়তো কোনো কাজ করতে আজ পর্যন্ত বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি নরেন্দ্র দামোদর ভাই মোদী। অবলীলায় সাফাই কর্মীদের পা ধুয়ে দিয়ে উদাহরণ গড়েছিলেন। এবার বিদেশের মাটিতে নিজের দেশের মানুষদের দেখে আনন্দে আপ্লুত প্রধানমন্ত্রী বাজালেন ঢোল যার ইংরেজি নাম ড্রাম।

মঙ্গলবার স্কটল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীকে শুধুমাত্র এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন গ্লাসগোর প্রবাসী ভারতীয়রা। cop26 জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সম্মেলন শেষে দেশে ফেরার পথে মোদীকে দেখার জন্য অনাবাসী ভারতীয়রা একজোট হন। তার উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন তারা। সেটা দেখেই তাদের দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী নিজেই। মোদীকে অভিবাদন জানাতে ঢাক ঢোল বাজানোর আয়োজন করেছিলেন অনাবাসী ভারতীয়রা। সঙ্গে সঙ্গে তা তারা বাজারেও শুরু করেন। আর অনাবাসী ভারতীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতেই ড্রামস্টিক হাতে তুলে নেন মোদী। হালকা মেজাজে হাসিমুখে তালে তাল মিলিয়ে ড্রাম বাজাতে দেখা যায় বিশ্বের অন্যতম জনপ্রিয় এই রাষ্ট্রনেতাকে।

প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন তিনি। সেদেশে প্রবাসী ভারতীয়দের ছোট ছোট সন্তানের মাথায় ভালোবাসা ও স্নেহের হাত রাখতে দেখা যায় মোদীকে।

প্রসঙ্গত উল্লেখ্য গ্লাসগোতে cop26 বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ দিনে বিশ্ব দরবারে পাঁচটি বিষয়ে পেশ করেন মোদী। এই পাঁচটি বিষয়কে পঞ্চামৃত বলে উল্লেখ করেন তিনি। জলবায়ু সম্মেলনে মোদী প্রতিশ্রুতি দেন ২০৭০ সালের মধ্যে ভারতে কার্বন নির্গমনের পরিমাণ শূন্যতে গিয়ে পৌঁছবে। জলবায়ু সম্মেলনে দৃঢ়তার সঙ্গে এমন দাবি অন্য কোন দেশের রাষ্ট্রনেতা করতে পারেননি। তাই মোদীর এই ঘোষণাতে প্রথম বিশ্বের দেশগুলো থেকে আসা প্রতিনিধিরা রীতিমতো অবাক হয়েছেন।

আন্তর্জাতিক মঞ্চে সমগ্র বিশ্বকে সাক্ষী রেখে নরেন্দ্র মোদী যে লক্ষ্যের কথা ঘোষণা করেছেন, সেই লক্ষ্যে পৌঁছাতে আগামীর বেশকিছু বছরে অচিরাচরিত শক্তির পরিমাণ বৃদ্ধি ভারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন মোদী যা করে দেখিয়ে দিয়েছেন বিশ্বের পশ্চিমের উন্নত দেশগুলি সে কথা ভাবতেও পারেনি। ভারতের মতো একটি উন্নয়নশীল দেশ শুধু নিজেদের একার দমে পরিবেশের কথা মাথায় রেখে এই ধরনের চিন্তাভাবনা করতে পারে তা মোদীর জন্য সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *