আমাদের ভারত, ৪ নভেম্বর: নেপালে ভূমিকম্পে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ক্ষয়ক্ষতিতে শোক জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “নেপালে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। ভারত নেপালের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। আমাদের চিন্তা শোকাহত পরিবারের সাথে এবং আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
এটি তিনি যুক্ত করেছেন নেপালের প্রধানমন্ত্রী এবং সেদেশের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান সিএম প্রচণ্ডর এক্স হ্যাণ্ডেলের সঙ্গে।
প্রসঙ্গত, শুক্রবার রাত ১২টা নাগাদ ভারতের প্রতিবেশী রাষ্ট্রে হওয়া ভূমিকম্পের কারণে ইতিমধ্যেই ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে।

