কৃষকদের আয় বাড়ানোই সরকারের লক্ষ্য,ফের একবার নয়া কৃষি আইনের পক্ষে জোরদার সাওয়াল প্রধানমন্ত্রীর

আমাদের ভারত, ১২ ডিসেম্বর: কৃষি আইন নিয়ে দিল্লি কিছুটা হলেও উত্তপ্ত। এরই মধ্যে বারবার নয়া কৃষি আইনের পক্ষে নিজে সাওয়াল করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ফিকির এক অনুষ্ঠানেও আবারোও কৃষি আইনের পক্ষে সাওয়াল করতে গিয়ে তিনি বলেন, দেশের কৃষকদের আয় বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর নতুন যে কৃষি আইন হয়েছে তাতে দেশের কৃষি ক্ষেত্রের সঙ্গে অন্যান্য ক্ষেত্রে যোগাযোগ বাড়বে এতে কৃষকদের আয় অনেকটাই বৃদ্ধি পাবে।

কিন্তু আন্দোলনরত কৃষকদের দাবি নতুন কৃষি আইনের ফলে কৃষকদের ফসল কর্পোরেটের হাতে চলে যাবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, অমিত শাহরা সকলেই এই আইনের ব্যাখ্যা দিয়েছেন কৃষকদের এবং ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। কিন্তু তারপরেও কৃষকরা আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আজ বলেন, যেকোনো একটি ক্ষেত্রেবিকাশ তখনই ঘটে যখন তার সঙ্গে অন্যান্য আরো অনেক সেক্টর গড়ে ওঠে। তিনি বলেন ভেবে দেখুন শিল্প সংস্থা ও কৃষি ক্ষেত্রের মধ্যে একটা দেওয়াল তুলে কি কোনো লাভ হবে?

কৃষি ক্ষেত্রের বাইরে এসে অন্যান্য ক্ষেত্রের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষি ক্ষেত্রের সঙ্গে তার পরিকাঠামো, খাদ্য প্রক্রিয়াকরণ, স্টোরেজ, কোল্ড চেন জড়িয়ে রয়েছে। নতুন যে কৃষি আইন তৈরি হয়েছে তাদের নতুন বাজার পাবে কৃষকরা। শিল্প হিসেবে সেখানে বিনিয়োগ হবে। নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হবে। আর এর ফলে সব লাভ পাবে দেশের কৃষকরা। তাতে আয় বাড়বে প্রান্তিক চাষীদেরও।

এদিন প্রধানমন্ত্রী দেশের গ্রামীণ ও ছোট শহরগুলিতে শিল্পপতিদের বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন বেসরকারি প্রতিষ্ঠান গুলি এতদিন কৃষি ক্ষেত্রের উপর নজর দেয়নি। কিন্তু এবার সুযোগ এসেছে নতুন কৃষি আইনে কৃষকরা তাদের ফসল মান্ডির পাশাপাশি অন্যত্র বিক্রি করতে পারবেন। এতে তাদের লাভ হবে আয় বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *