আমাদের ভারত, ৩ নভেম্বর:দিন কয়েক আগে ১০০ কোটি টিকাকরণের বড় ধাপ পার করেছে ভারত। কিন্তু তারপরেও দেশের একাধিক জায়গায় টিকাকরণের হার স্বস্তিদায়ক নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টেই সেই তথ্য উঠে এসেছে। সেই কারণেই দেশের যে সমস্ত জেলায় টিকাকরণের হার কম সেই সব জেলার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কিছুদিন আগেই এই বিষয়ে একটি বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রীর মানসুখ মান্ডব্য। বৈঠকের পরে জানানো হয় দেশের ৪৮টি জেলাকে চিহ্নিত করা হয়েছে যেখানে এখনও পর্যন্ত ৫০ শতাংশ মানুষের টিকাকরণ হয়নি। জানা গেছে ভারতে এই মুহূর্তে এমন লোকের সংখ্যা ১০ কোটিরও বেশি যারা দ্বিতীয় ডোজ নেননি। ফলে তারা যদি করোনার দ্বিতীয় ডোজ নিয়ে নেন তাহলে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করছে সরকার।
ঝাড়খন্ড, অরুণাচল প্রদেশ, মনিপুর, সহ বেশ কয়েকটি রাজ্যের অন্তত ৪০টি জেলার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। সরকারের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ ৭৭% মানুষকে দেওয়া হয়েছে। ৩৩ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছেন। এই পরিস্থিতি থেকে উন্নতির জন্য টিকাকরণের কাজ শেষ করতে স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। এই ভাবনাকে বাস্তবায়িত করতে রাজ্যগুলিকে পরিকল্পনা করার কথা বলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী এক মাস বাড়ি বাড়ি গিয়ে এই ভ্যাকসিন দেওয়ার কাজ হবে।