আমাদের ভারত, ১৮ জুলাই: বিহারের জনসভার পরেই দুর্গাপুরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরের সভা থেকে বাংলার জন্য সাতটি প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এর ফলে বড় সংখ্যায় কর্মসংস্থান হবে রাজ্যে।
যে সাতটি প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী তার মধ্যে রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার জন্য ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প। যার জন্য ১৯৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দুর্গাপুর- হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইট লাইনের দুর্গাপুর থেকে কলকাতা(১৩২ কিলোমিটার) অংশ প্রধানমন্ত্রী উর্যা গঙ্গা প্রকল্পের অংশ হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৪৯৭ কোটি টাকা ব্যয়ে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। প্রতিটি ক্ষেত্রেই রোজগারের সুযোগ বাড়বে বলে দাবি করেছে কেন্দ্র সরকার। রেল পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। যার মধ্যে অন্যতম পুরুলিয়া- কলকাতা রেললাইন ডাবলিং। এর ফলে জামশেদপুর, বোকারো ও ধানবাদের কারখানাগুলোর মধ্যে রেল সংযোগ সুবিধা বাড়বে বলে জানা যাচ্ছে। এই প্রকল্পের জন্য ৩৯০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
আজকের প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ভারতের উন্নয়নে দুর্গাপুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপুর ভারতের শ্রমশক্তির বড় কেন্দ্র। আর এই প্রকল্পগুলিকে কেন্দ্র করে উন্নয়নের গতি বাড়বে।রাজ্যজুড়ে উন্নয়নে কাজ চলছে, এর ফলে বহু মানুষের রোজগার নিশ্চিত হবে। কলকাতা মেট্রোর দ্রুত বিস্তার হবে। রেলের উন্নয়ন হচ্ছে। ২৫ থেকে ৩০ লাখ ঘরে পাইপ লাইনে গ্যাস পৌঁছাবে। তাঁর দাবি, গত ১০ বছরে গ্যাস সংযোগের অভাবনীয় কাজ হয়েছে দেশজুড়ে।
আজ দুপুর তিনটের একটু পরে প্রধানমন্ত্রীর বিমান অন্ডাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখান থেকে জাতীয় সড়ক হয়ে সভাস্থলে পৌঁছান মোদী। দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে চারটের কিছু পরে পৌঁছান তিনি। তাঁর সভা মঞ্চে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, দলের রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী হারদীপ সিং পুরি ও শান্তনু ঠাকুর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রশাসনিক সভার কাজ সেরে তিনি রাজনৈতিক সভার মঞ্চে পৌঁছান। তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান নব নির্বাচিত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।