আমাদের ভারত, ১০ সেপ্টেম্বর: আত্মনির্ভর ভারত গঠন লক্ষ্য। আর দেশের প্রধানমন্ত্রী সেই লক্ষ্যের দিকে এগোতে আর এক বড় পদক্ষেপ করলেন। বৃহস্পতিবার মৎস্যসম্পদ যোজনা অ্যাপ চালু করলেন প্রধানমন্ত্রী। আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় দেশের মৎস্যজীবীদের আত্মনির্ভর করে তুলতে ও মৎস্যশিল্পের উন্নতিতে কেন্দ্রের ফ্ল্যাগশিপ স্কিম এই মৎস্যসম্পদ যোজনা।
এছাড়াও মোদী এদিন দেশের কৃষকদের জন্য “ই-গোপালা” অ্যাপও লঞ্চ করেন। মোদী বলেন,আত্মনির্ভর ভারতের স্তম্ভ হবে আমাদের দেশের গ্রামগুলি।
যারা মৎস্য চাষের সঙ্গে যুক্ত তারা এই যোজনায় খুবই লাভবান হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মোদী বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী তিন থেকে চার বছরে মৎস্য ক্ষেত্রে উৎপাদন দ্বিগুণ করা। এই ক্ষেত্রকে আরো চাঙ্গা করা। আত্মনির্ভর ভারতের স্তম্ভ হবে গ্রামগুলি।”
কেন্দ্রের এই যোজনায় ৫৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারে। আগামী ৫ বছরে অতিরিক্ত ৭০ লক্ষ টন মাছ উৎপাদন হতে পারে। ফলে মাছ রপ্তানির পরিমাণ বেড়ে এক লক্ষ কোটি টাকা হয়ে যাবে। মৎস্যসম্পদ যোজনায় কুড়ি হাজার ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা মৎস্য চাষের ক্ষেত্রে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি।
এছাড়াও কৃষি কাজ ও পশুপালন নিযুক্ত মানুষের জন্য একটি অ্যাপ উদ্বোধন করেন তিনি। এই ক্ষেত্র সংক্রান্ত সমস্ত তথ্যই থাকবে এই অ্যাপে। এতদিন পর্যন্ত চাষীদের জন্য কোন পৃথক সরকারি অ্যাপ ছিল না এই প্রথম ই-গোপালা অ্যাপের মাধ্যমে সরাসরি চাষিরা ফসল বিক্রি করতে পারবেন , বীজ কিনতে পারবেন, কীটনাশক বা গবাদি পশুর জন্য প্রয়োজনীয় ওষুধ কেনার সুযোগ থাকবে এই অ্যাপে। এছাড়াও কৃষকরা কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পাবেন এখানে।
মৎস্যচাষীদের জন্য এই বিনিয়োগের ফলে বহু মানুষ মাছ চাষে উৎসাহ পাবে।এই পদক্ষেপ ভারতকে আত্মনির্ভর হওয়ার দিকে আরো এগিয়ে আরো এক ধাপ এগিয়ে দেবে বলে মন্তব্য করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।