আমাদের ভারত,১৬ ডিসেম্বর:পোশাক দেখেই বোঝা যাচ্ছে কারা এই হিংসাত্মক বিক্ষোভ করছে। ঝাড়খণ্ডের নির্বাচনী সভায় রবিবার আইনের এমনটাই মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংশোধিত নাগরিক আইনের প্রতিবাদে চুড়ান্ত উত্তপ্ত হয় উত্তর পূর্ব ভারত। অসমে মৃত্যু হয়েছে ৬ জনের। কোথাও পুড়েছে ট্রেন, কোথাও ভাঙ্গা হচ্ছে স্টেশন, জ্বলছে বাস, চলছে অবরোধ। নাকাল হচ্ছে সাধারণ মানুষ। এদিন একের পর এক হিংসাত্মক বিরোধীতা নিয়ে সরব হন মোদী। একইসঙ্গে অসমের শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ঝাড়খণ্ডের দুমকায় নির্বাচনী সভায় নরেন্দ্র মোদী বলেন, কারা বিক্ষোভ করছে সেটা টিভিতে বা ছবিতে পোশাক দেখে সহজেই আপনারা বুঝতে পারবেন। তিনি বলেন অসমে নাগরিকত্ব আইনের প্রতিবাদ চলছে তুমুল বিক্ষোভ। এর গোটাটাই কংগ্রেসের ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি। তার কথায় কংগ্রেস ও তাদের সমর্থকরা আগুন ছড়াচ্ছে। তাদের কেউ পাত্তা না দিলে তান্ডব শুরু করে দিচ্ছে তারা। একই সঙ্গে অসমবাসীকে প্ররোচনায় পা না দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।
বিক্ষোভকারীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন আপনাদের আচরণ স্পষ্ট করে দিয়েছে যে আমরা সঠিক আইন এনেছি। আর এর ফলে বহু মানুষ উপকৃত হবেন। তাই আপনাদের আন্দোলন ধোপে টিকবে না।