উত্তরপ্রদেশ ভোটে জোড়া যুবরাজের মতোই বিহারের জোড়া যুবরাজদের একই দশা হবে : মোদী

আমাদের ভারত,১ নভেম্বর: ইতিমধ্যেই বিহারের প্রথম দফার নির্বাচন হয়ে গেছে। এবার দ্বিতীয় দফার নির্বাচনের আগে প্রচারের ঝাঁঝ আরোও বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিহারের সমস্তিপুর ও মতিহাঁড়িতে বিজেপির প্রচারে যোগ দেন তিনি। সেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে তেজস্বী যাদবকে নিশানা করেন তিনি। নাম না করেই টেনে আনেন অখিলেশ যাদব ও রাহুল গান্ধীকেও।

কয়েক বছর আগে উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির জয়ের কথা মনে করিয়ে মোদী বলেন, উত্তরপ্রদেশের জোড়া যুবরাজের বিরুদ্ধে জয়ী হয়েছিল বিজেপি। আর এখন বিহারেও ভোটের জন্য লড়াই করছে জোড়া যুবরাজরা। উত্তর প্রদেশের যুবরাজদের মতো একই দশা হবে তাদের বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে এক সভাতে তেজস্বী যাদবকে জঙ্গল রাজ্যের যুবরাজ বলেও আখ্যা দিয়েছিলেন মোদী। তিনি বলেন, তিন থেকে চার বছর আগে উত্তরপ্রদেশে যখন নির্বাচন হচ্ছিল তখন দুই রাজকুমার বাসের উপর থেকে মানুষের সঙ্গে হাত মেলা ছিলেন। উত্তরপ্রদেশের জনতা তাদের ঘরে পাঠিয়ে দিয়েছেন। মোদী কটাক্ষ করে বলেন সেই সময়কার এক রাজকুমার এবার বিহারে জঙ্গল রাজ যুবরাজের সঙ্গে জোট বেঁধেছে। উত্তরপ্রদেশের মতই এই যুবরাজরাও এখানে পরাজিত হবে। বিহারের ডবল ইঞ্জিনের শাসন চলছে। আর অন্যদিকে জোড়া যুবরাজ মুকুট বাঁচানোর লড়াই করছেন। মোদির দাবির জোড়া ইঞ্জিনের এনডিএ সরকার বিহারের উন্নতিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *