সংসদের দুই কক্ষ মিলিয়ে ১০০ সাংসদ নেই, অন্যের জামা ধরে ক্ষমতায় ফেরার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস, তীব্র কটাক্ষ মোদীর

আমাদের ভারত, ৩ নভেম্বর: সংসদের দুই কক্ষ মিলিয়ে
১০০ জন সাংসদও নেই কংগ্রেসের এমনই অবস্থা তাদের। পরিস্থিতি এতটাই খারাপ যে সব জায়গাতেই অন্যদের জামা ধরে ভোটে লড়তে হচ্ছে কংগ্রেসকে। বিহারে ভোট প্রচারে গিয়ে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিঁধলেন কংগ্রেসকে।

মঙ্গলবার বিহারের আরারিয়া জেলায় প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে আত্মবিশ্বাসের সঙ্গে তার দাবি বিহারে আবারো একবার এনডিএ ক্ষমতায় ফিরবে। প্রথম দফার ভোট ও দ্বিতীয় দফার ভোট গ্রহণের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই তিনি এ দাবি করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তার অভিযোগ দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় থাকলেও কোনো প্রতিশ্রুতি পূরণ করেননি। সেটা সেনাবাহিনীতে একপদ, এক পেনশন চালু বা ছোট ব্যবসায়ীদের জটিল কর কাঠামো থেকে মুক্তি দেওয়া।

মোদী বলেন, কংগ্রেস মানুষের জন্য কোনো কাজ করেনি যার ফল আজকে সবার সামনে স্পষ্ট। সবাই দেখছে আজকে কংগ্রেসের অবস্থা কি? লোকসভা রাজ্যসভা মিলিয়ে ১০০ জন সাংসদও নেই কংগ্রেসের। এমন অনেক রাজ্য রয়েছে যেখান থেকে কংগ্রেসের একজন সাংসদও নেই। উত্তরাখান্ড জম্মু-কাশ্মীর অন্ধ্রপ্রদেশ রাজস্থানগুজরাত অরুণাচল প্রদেশ এরকম বহু রাজ্যে তাদের এই অবস্থা।

বিভিন্ন রাজ্যে কংগ্রেসের জোটকে তিনি কটাক্ষ করে বলেন, এখন অন্যের জামা ধরে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে কংগ্রেস। মোদী বলেন কঠোর পরিশ্রম জিততে চলেছে বিহারে। হারছে দুর্নীতি। জয় হচ্ছে মানুষের অধিকারের। মোদী দাবি করেন এনডিএ সরকার বিহারে গরিব মানুষের সরকার। তিনি বলেন, নীতীশের আমলেই বিহারে ভোট ব্যবস্থায় স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *