“মোদী সব বেচে দিয়ে ঠিক করেছেন,’‘ ফের তোপ তথাগত রায়ের

অশোক সেনগুপ্ত

আমাদের ভারত, ১৭ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকার ‘সব বেচে দিচ্ছে’ বলে লাগাতার অভিযোগের প্রকাশ্য জবাব দিলেন তথাগত রায়। শনিবার তিনি টুইটে লিখেছেন, “ঠিক করেছেন মোদী’‘।

তথাগতবাবু লিখেছেন, “মোদী সব বেচে দিচ্ছে”, এই হাউহাউ কান্না বেশ কিছুদিন শুনছি। এখন বলা দরকার, ঠিক করছেন মোদী। সরকারের কাজ নয় ব্যবসা করা। সোভিয়েতের নকল করে এই করতে গিয়ে ১৯৯১ সালে আমরা দেউলিয়া হয়েছিলাম। সোভিয়েত তো উঠেই গেল, চীন দেঙ জিয়াওপিংয়ের প্রদর্শিত পথে পুরোপুরি বেসরকারী ব্যবসার নীতি নিয়েছে।“

এ দিন সৌমেন মন্ডল মোদীর বিরোধিতা করে টুইটে লিখেছেন, “মোদী দেশ বেঁচে দিয়েছে ! কয়েক বছর আগে বুদ্ধিজীবী–গ্যাং বিধবার কান্না কেঁদেছিলো মোদী সব বেচে দিচ্ছে! আর মোদী নাকি এরকম দেশের ২৫০-এর ওপর রেলওয়ে স্টেশন বিক্রি করে দিয়েছে। খুব তাড়াতাড়ি সব রেলওয়ে স্টেশন এরকম হবে। “সঙ্গে সদ্য উদ্বোধন সওয়া আধুনিক ষ্টেশনের ছবি। এই টুইটের প্রেক্ষিতেই তথাগতবাবু ওপরের মন্তব্য করেন।

তথাগতবাবু ফেসবুকেও এ দিন ঝাঁঝালো মন্তব্য করেছেন। সুরজিৎ সেনগুপ্ত নামে এক নেটিজেন ফেসবুকে লিখেছেন, “ব্যাস। শুরু হয়ে গেছে কেন্দ্রের ষড়যন্ত্র, বঞ্চনা, বৈমাতৃসুলভ আচরণ, ইত্যাদি। কিছু না করে আরো ৫ বছর কাটাতে হবে তো।”

এই মন্তব্যকে ভাগ করে তথাগতবাবু লিখেছেন, “দুঃখের বিষয়, এর একটাও অরিজিনাল নয়। প্রতিটি সিপিএমের থেকে টুকলি করা। শুধু এই নয়, প্রশাসন-পুলিশকে দলদাস বানানো, জীবনের প্রতি ক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ ঘটানো, সাঁইবাড়ি-আনন্দমার্গী-ছোট আঙারিয়া ধরণের হত্যাকান্ড, প্রতিটিই তাই। সাধে কি আমি ওঁকে(মমতা ব্যানার্জি) সিপিএমের মেধাবী ছাত্রী বলি?“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *