ATM, Modi Government, খুচরোর সমস্যা সমাধানে বড় পদক্ষেপ মোদী সরকারের, এটিএম থেকে মিলবে ১০, ২০, ৫০ টাকার নোট ও কয়েন

আমাদের ভারত, ২৮ জানুয়ারি: বাজার হাটে কেনাকাটা করতে গিয়ে কিংবা গণপরিবহনে যাতায়াত করতে গিয়ে খুচরো সমস্যায় পড়তে হয় নিত্যদিন। কিন্তু এটিএমে গেলেও বেশিরভাগ সময় ১০০-২০০ কিংবা ৫০০- র নোট পাওয়া যায়। যার ফলে ছোট অঙ্কের লেনদেনের জন্য সাধারণ মানুষকে প্রায় প্রতিদিন ভোগান্তি পোয়াতে হয়। কিন্তু এই দীর্ঘদিনের সমস্যার সমাধানের জন্য এবার নতুন পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার।

বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি দেশে চালু হতে পারে বিশেষ হাইব্রিড এটিএম। যেখানে ১০, ২০ এবং ৫০ টাকার নোট ও কয়েন সহজে তোলা যাবে।

ডিজিটাল পেমেন্ট ধীরে ধীরে বাড়ছে। তবু বাস্তবে এখনো অনেক জায়গায় নগদ লেনদেনেই বেশি কাজ চলে। বহু ছোট দোকান, বাজার অথবা স্থানীয় পরিষেবায় এখনো ইউপিআই বা কার্ড পেমেন্টের কোনো সুবিধা নেই। আবার দেশের একটা বড় অংশের মানুষ এখনো ডিজিটাল পেমেন্টে ব্যবহারে স্বচ্ছন্দ নয়। সেই কারণে বাজারে ছোট নোটের চাহিদা থাকলেও দশ এবং কুড়ি টাকার নোট পাওয়া ক্রমশই দুষ্কর হয়ে গেছে। সেইসব কথা মাথায় রেখেই পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার।

নতুন এই হাইব্রিড এটিএমে ১০,২০, ৫০ টাকার নোট ও কয়েন তোলা যাবে। বড় নোট ভাঙিয়ে খুচরো নেওয়ার সুবিধা থাকবে। ছোট অঙ্কের নগদ লেনদেন অনেক সহজ হবে।

সূত্রের খবর অনুযায়ী, এই ধরনের এটিএম বসানো হতে পারে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ জায়গায়, অর্থাৎ বাজার, হাসপাতাল, বাণিজ্যিক অঞ্চল, রেলস্টেশন, বাসস্ট্যান্ডের কাছে বসবে এই ধরনের এটিএম।

সূত্রের খবর, প্রথম পর্যায়ে কলকাতার মতো বড় শহরে পরীক্ষামূলকভাবে এই হাইব্রিড এটিএম বসানোর পরিকল্পনা চলছে। যেখানে খুচরো চাহিদা সব থেকে বেশি থাকে।

মুম্বাইয়ে এই বিশেষ এটিএম নিয়ে একটি পাইলট প্রজেক্ট ইতিমধ্যেই চালু হয়ে গেছে। সেখানে সাধারণ মানুষ কতটা এই পরিষেবা ব্যবহার করছেন এবং আদৌ এই চাহিদা ঠিক কতটা তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিজিটাল ইন্ডিয়ার ওপর জোর থাকলেও খুচরা সমস্যার বাস্তব ছবি মাথায় রেখেই মূলত এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই ব্যবস্থা সফল হলে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে বড় স্বস্তি মিলবে বলেই আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *