আমাদের ভারত, ২৬ মার্চ:করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সব রকম বিধিনিষেধ প্রায় উঠে গেছে। ফলে সমস্ত অর্থনৈতিক কর্মকান্ড আগের মতোই চলতে শুরু করেছে। কিন্তু তার পরও প্রধানমন্ত্রী গরিবকল্যাণ অন্নযোজনা বন্ধ করছে না মোদী সরকার। বরং আরও ছমাস এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হলো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী গরিবকল্যাণ অন্নযোজনার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা প্রতিরোধে দেশজুড়ে লকডাউনের কারণে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছিল। সেই পরিস্থিতিতে ২০২০-র মার্চে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার প্রধানমন্ত্রী গরিবকল্যাণ অন্নযোজনা ঘোষণা করে। প্রাথমিকভাবে এপ্রিল থেকে জুন মাসের জন্য এই প্রকল্প ঘোষিত হয়েছিল। তবে পরে ধাপে ধাপে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। সেইভাবেই শেষবার ২০২১ সালের ডিসেম্বর মাসের মেয়াদ বাড়ানো হয়েছিল এই প্রকল্পের।
কিন্তু করোনার প্রকোপ যেহেতু এখনো অনেকটাই কমেছে, সমস্ত রকম বিধিনিষেধে উঠেছে তাই এই প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না বলে অনুমান করা হচ্ছিল। কিন্তু সেই ভাবনাকে ভুল প্রমাণিত করে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের মেয়াদ আরও ছমাস বাড়িয়ে দিল।
এই বছর সেপ্টেম্বর পর্যন্ত দেশের সাধারণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। কেন্দ্রের দাবি, জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের অধীনে থাকা ৮০ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় বিনামূল্যে রেশন পাবে। এই প্রকল্পের আওতায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে মাসে ৫ কেজি খাদ্যশস্য, ১ কেজি করে অতিরিক্ত ডাল দেওয়া হয়। লকডাউনে সময় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেওয়া এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে নানা জায়গায়।