আমাদের ভারত, ১৯ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় ইউপিএ সরকারের আমলে দিল্লির ওয়াকফ বোর্ডকে দেওয়া সম্পত্তি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল বর্তমান এনডিএ সরকার। সঠিক সময়ে ওয়াকফ বোর্ড ওই সম্পত্তি ব্যবহার করতে পারেননি, তাই এই সিদ্ধান্ত সরকারের তরফে জানানো হয়েছে।
২০১৪-র লোকসভা নির্বাচনের আগে দিল্লির ওয়াকফ বোর্ডকে মসজিদ, দরগা, কবরস্থান সহ মোট ১২৩টি সম্পত্তি দিয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। এর বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ আদালতের দ্বারস্থ হয়েছিল। এরপর এবিষয়ে খতিয়ে দেখতে একটি কমিটিও গঠিত হয়েছিল। সেই কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রাক্তন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। সে কমিটি জানিয়েছিল, দিল্লির ওয়াকফ বোর্ডকে ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে যে সম্পত্তি দিয়েছিল কেন্দ্র সরকার, তা সঠিক সময়ে ব্যবহার না হওয়ায় সরকার ফিরিয়ে নিতে পারে।
এরপর কেন্দ্র সরকারি দেওয়া নোটিসে বলা হয়, আদালত নিযুক্ত দুই সদস্যের কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে, দিল্লির ওয়াকফ বোর্ডের প্রধান স্টেক হোল্ডার। সেই কারণে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। যদিও এই ব্যাপারে দিল্লির ওয়াকফ বোর্ড আদালতের সামনে হাজিরা দিতে অস্বীকার করেছে। নির্ধারিত সময়ের মধ্যে দুই সদস্যের কমিটি নোটিশ দিয়েছিল তাতেও আপত্তি করেনি বোর্ড। সম্পত্তির স্বপক্ষে প্রমাণ পেশ করতেও তাদের সুযোগ দেওয়া হয়েছিল।
তবে নোটিশ পাওয়ার পর দিল্লির ওয়াকফ বোর্ড আবাসন মন্ত্রকের কাছে সরকারিভাবে চিঠি লিখতে চলেছে বলে জানা গেছে। এমনকি কমিটি গঠনকেও চ্যালেঞ্জ করা হবলে জানাগেছে।