মধ্যবিত্তকে বড়সড় স্বস্তি দিল মোদী সরকার, আগামী ১৫ মাস বাড়বে না ভোজ্য তেলের দাম

আমাদের ভারত, ২৪ ডিসেম্বর:
মধ্যবিত্তের হেঁশেলের জন্য বড় স্বস্তির খবর শোনালো মোদী সরকার। আগামী ১৫ মাসে কোনওভাবেই ভোজ্য তেলের দাম আর বাড়বে না। ২০২৫ এর মার্চ পর্যন্ত রান্নার তেলের দাম বাড়বে না বলে মনে করা হচ্ছে। এর কারণ ভোজ্য তেলের উপর ইমপোর্ট ট্যাক্স বা আমদানি শুল্ক বাড়াবে না কেন্দ্র।

২০২৪ সালের মার্চ পর্যন্ত আমদানি শুল্ক না বাড়ানো সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এবার সেটা আরও এক বছরের জন্য বাড়ানো হলো। দেশের চাহিদা মেটানোর জন্য ভোজ্য তেলের একটি বড় অংশ আমদানি করে ভারত। সেই তেলের উপর ধার্য হওয়া শুল্ক না বৃদ্ধি করার জেরে দাম বাড়ার সম্ভাবনা কম থাকলো। এর ফলে আগামী ১৫ মাস ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে।

ভোজ্য তেলের উপর আমদানি কর না বাড়ানোর কথা ঘোষণা করেছে অর্থ মন্ত্রক। রিফাইন, সয়াবিন অয়েল ও সানফ্লাওয়ার অয়েল এর উপর আমদানি শুল্ক ১৭.৫% থেকে কমিয়ে ১২.৫% করেছে সরকার। ২০২৫ সালের মার্চ মাস অবদি তা জারি থাকবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

ভোজ্য তেলের দাম এই শুল্কের উপর অনেকটাই নির্ভর করে। ভারত বিশ্বের বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম ভোজ্য তেলের বাজার। দেশের চাহিদার ৬০ শতাংশ ভোজ্য তেলে আমদানি করে ভারত। এর মধ্যে পাম তেল সবথেকে বেশি আমদানি করা হয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে। পাশাপাশি সানফ্লাওয়ার, সয়াবিন এবং সরষের তেলের সবথেকে বড় বাজার ভারতে। সব মিলিয়ে শুল্ক কমানোর ফলে তেলের দাম না বাড়ার আশা করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *