আমাদের ভারত, ১৪ নভেম্বর: জয়সালমীরে বর্ডার চেকপোস্টের সেনা বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে গিয়ে আবারোও একবার চিন ও পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার সাথে চিনের সম্প্রসারণবাদী মানসিকতা নিন্দা করেন তিনি।
মোদী বলেন, সম্প্রসারণবাদী মানসিকতা অষ্টাদশ শতকের বিকৃত মানসিকতার পরিচয় দেয়। তিনি হুঁশিয়ার দিয়ে বলেন, ভারতের ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নেওয়ার চেষ্টা হলে সীমান্তে যোগ্য জবাব দেওয়া হবে।
জয়সালমীরে লঙ্গেওয়ালা পোস্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা অন্যের এলাকার দখল করার চেষ্টা করে তারা বিকৃত মানসিকতার পরিচয় দেয়। যারা সম্প্রসারণবাদে বিশ্বাসী তারা অষ্টাদশ শতকে বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে। ভারত এই কাজ কখনই বরদাস্ত করবে না।
একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন,” ভারত আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে বিশ্বাসী। কিন্তু কেউ আমাদের সহনশীলতার পরীক্ষা নেওয়ার চেষ্টা করলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে।বিশ্বের কোন শক্তি আমাদের সেনাকে দেশের সীমান্ত রক্ষা করা থেকে আটকাতে পারবে না। তাই যারা আমাদের চ্যালেঞ্জ করবে তাদের যে জবাব দেওয়ার ক্ষমতা ভারতের রয়েছে তা সবাই দেখেছে। বিশ্ব জানে ভারত এখন নিজের সুরক্ষার জন্য এক ইঞ্চিও জমি ছাড়বে না।”
এর আগে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে মোদী বলেছিলেন, প্রত্যেক দেশের উচিত অন্য দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতাকে সম্মান করা। এর আগেও জুলাইতে তিনি সম্প্রসারণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তিনি বলেছিলেন, সম্প্রসারণবাদের যুগ শেষ। ইতিহাস সাক্ষী যারা অন্যের জমি দখল করার চেষ্টা করেছে তারা হেরে গিয়েছে কিংবা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি বলেন কিছু মানুষ ভাবেন প্রতিবছর দীপাবলিতে সেনা জাওয়ানদের সঙ্গে কেন মোদীজি দেখা করতে যান?তির কথায়, “আমাকে একটা কথা বলুন দীপাবলি আমরা পরিবারের লোক ও কাছের লোকেদের সঙ্গে পালন করে থাকি। তাই প্রত্যেক বছর আমি আপনাদের সঙ্গে দীপাবলি পালন করি। কারণ আপনারা প্রত্যেকে আমার পরিবারের সদস্য। আমি আপনাদের সবার জন্য মিষ্টি এনেছি। কিন্তু এটা শুধু আমার তরফের নয় এটা ১৩০ কোটি ভারতীয়দের তরফ থেকে আপনাদের জন্য।”