“আন্দোলনজীবী” হল নয়া ট্রেন্ড, এরা পরাজীবী এদের থেকে বাঁচতে হবে: মোদী

আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি:সোমবার কৃষক আন্দোলন নিয়ে সংসদে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্দোলনকারীদের কটাক্ষ করে তিনি তাঁদের আন্দোলনজীবী বলেন। তিনি বলেন, এরা পরজীবী এদের ছুঁড়ে ফেলে দিতে হবে। কৃষক এবং আন্দোলনকারী এবং তাদের সমর্থকদের কটাক্ষ করে তিনি বলেন, আমরা শ্রমজীবী শব্দটা শুনেছি কিন্তু এখন একটা নতুন প্রবণতা এসেছে আন্দোলনজীবী। এই আন্দোলন জীবীদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। দেশকে বাঁচাতে হবে।

মোদী বলেন, এই আন্দোলনজীবীদের চিহ্নিত করতে হবে। কারণ এরাই দেশের অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই আন্দোলনজীবীরা এদেশের পরজীবী। তাই পরজীবীদের তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে। বদল আনতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু সেই অগ্রগতির পথে আজ বাধা সৃষ্টি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন হতেই পারে কিন্তু কৃষকদেরও বোঝানো উচিত যে দেশের অগ্রগতির জন্য বদল জরুরি। কিন্তু তা না করে রাজনীতি করা হচ্ছে।

নরেন্দ্র মোদী বলেন, একসময়ে সংস্কারের পক্ষে অনেকেই। কিন্তু মোদী সরকার এই সংস্কার যখন কার্যকর করতে চলেছে, তখন সেই ব্যক্তিরাই উল্টো সুর গাইছেন। মোদী বলেন, নতুন ঘর সাজাতে গেলে যেমন একটু সময় লাগে, ঠিক তেমনি নতুন কোনও বিষয় আনার পর তা নিয়ে একটু আধটু টানাপোড়ন চলেই। কিন্তু সার্বিকভাবে সে টানাপড়েনকে টেনে নিয়ে যাওয়া মোটেই ঠিক নয়। এতে দেশের অগ্রগতি আটকে যায়।

রেকর্ড উৎপাদন হলেও দেশে কৃষি ব্যবস্থায় একাধিক সমস্যা রয়েছে বলেও মন্তব্য করেন মোদী। তাই সকলে মিলে সমস্যার সমাধান করা উচিত। তিনি প্রশ্ন তোলেন, থমকে থাকাটা কি ভালো? দেশকে কি এগিয়ে নিয়ে যাওয়া কাম্য নয়? তিনি আবেদন করেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। কৃষকদের এই আইন নিয়ে বোঝাতে হবে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। পিছনে ঠেলে দেওয়া নয়। বিরোধী হোক বা আন্দোলনকারী সকলে মিলে এই সংস্কারকে একবার কার্যকর হওয়ার সুযোগ দিন। এক্ষেত্রে তাঁর স্পষ্ট বার্তা, এইবিষয়ে আমরা যদি আরোও দেরি করি তাহলে আরো সর্বনাশের পথে এগোবো। তাই দ্রুত ঐক্যমতে আসতে হবে সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *