আমাদের ভারত, ৬ আগস্ট: বার্মিংহামে আয়োজিত কমনওয়েলথ গেমসে সাফল্যের জন্য অভিনাশ সাবলেকে টুইটারে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, “অভিনাশ সাবলে একজন অসাধারণ যুবক। আমি আনন্দিত যে সে পুরুষদের ৩,০০০ মিটার স্টিপলচেজ বিভাগে রৌপ্য পদক জিতেছে। আমাদের সাম্প্রতিক কথোপকথন শেয়ার হয়েছে, যেখানে তিনি সেনাবাহিনীর সাথে তাঁর সম্পর্ক এবং কিভাবে তিনি অনেক বাধা অতিক্রম করেছেন সে সম্পর্কে কথা বলেছেন। তাঁর জীবনযাত্রা খুবই প্রেরণাদায়ক।”
প্রসঙ্গত, গমসে শনিবার একের পর এক পদক ভারতের ঝুলিতে আসতে শুরু করে। ১০,০০০ মিটার রেস ওয়াকে প্রিয়াঙ্কা গোস্বামী রুপো জয় করার পর এবার ৩,০০০ মিটার স্টিপলচেজে রুপোর পদক জয় করেন অভিনাশ সাবলে। তিনি মোট ৮:১১.২০ সময় গ্রহণ করেছেন। এটা অভিনাশের ব্যক্তিগত সেরা রেকর্ড। পাশাপাশি তিনি জাতীয় রেকর্ডও কায়েম করেছেন।

