আমাদের ভারত, ৮ আগস্ট: কমনওয়েলথ গেমসে সাফল্যের জন্য শ্রীকান্ত কিদাম্বিকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী সোমবার টুইটারে লিখেছেন, “ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম সেরা শ্রীকান্ত কিদাম্বি তাঁর কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত ম্যাচে একটি ব্রোঞ্জ পদক জিতেছেন। এই প্রতিযোগিতায় এটি তাঁর চতুর্থ পদক। এইভাবে তিনি দক্ষতা এবং ধারাবাহিকতা দেখাচ্ছেন। তাঁকে অভিনন্দন। তিনি উদীয়মান ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করতে থাকুন, ভারতকে আরও গর্বিত করুন।“ সঙ্গে যুক্ত করেছেন ‘হ্যাশট্যাগ চিয়ারফরইন্ডিয়া’ কথাটি।