আমাদের ভারত,৪ মার্চ:করোনা ভাইরাসের কারণে এই বছর দোল বা হোলির কোন বড় মিলন উৎসবে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী বলেছেন, রোগটি যাতে না ছড়ায় সেজন্য জনসমাগম এড়িয়ে চলতে বলেছেন বিশেষজ্ঞরা। আর সেই জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
Experts across the world have advised to reduce mass gatherings to avoid the spread of COVID-19 Novel Coronavirus. Hence, this year I have decided not to participate in any Holi Milan programme.
— Narendra Modi (@narendramodi) March 4, 2020
সোমবারই হোলি। কিন্তু যেভাবে আচমকাই ভারতে হানা দিয়েছে করোনা ভাইরাস তাতে বেড়েছে আতঙ্ক। একের পর এক আক্রান্ত হওয়ার খবর আসছে দেশের একাধিক জায়গা থেকে। এই অবস্থায় বুধবার প্রধানমন্ত্রী টুইট করে জানান করোনা ভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে সারা বিশ্বের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন জনসমাগম কমাতে। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছি।এই বছর আমি কোনো হোলির মিলন উৎসবে অংশগ্রহণ করব না। এর আগে একটি টুইট করে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে নিজের সুরক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
দিল্লির তেলেঙ্গানার পর একাধিক জায়গা থেকে করোনখ উপসর্গের খবর আসা শুরু হতেই মঙ্গলবার থেকে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলার বিষয়টি পর্যালোচনা করার জন্য বৈঠক করেছি। বিভিন্ন মন্ত্রক, রাজ্য একসাথে কাজ করছে। যারা ভারতে আসছেন তাদের দ্রুত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ হাজারেরও বেশি। ইতিমধ্যে তিন হাজারেরও বেশি প্রাণ গিয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর পথে হেঁটে এবছর হোলি খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। টুইট করে তিনি জানিয়েছেন করোনা ভাইরাস থেকে বাঁচতে এবছর হোলি খেলবেন না তিনি। তিনি লিখেছেন,” হোলি ভারতীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু করোনা ভাইরাস ছড়ানোর আবহে আমি এবছর হোলি খেলবো না। আমি সবাইকে অনুরোধ করছি আপনারাও যেকোনো রকম জনসমাগম থেকে দূরে থাকুন। নিজের ও পরিবারের যত্ন নিন সতর্ক থাকুন।”
ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ১৬ জন ইতালিয়। বাকিরা সবাই ভারতীয়। এই অবস্থায় করোনা থেকে বাঁচতে একাধিক সর্তকতা জারি করেছে দেশের কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রক।