আমাদের ভারত, ২ আগস্ট: শীতলকুচিতে তড়িতাহত হয়ে মৃত্যুর জন্য ঘটনায় ২ লক্ষ টাকা করে বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর অফিস থেকে টুইটারে জানানো হয়, “প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।” প্রধানমন্ত্রী অপর টুইটারে লেখেন, পশ্চিমবঙ্গের শীতলকুচিতে একটি গাড়ি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জন প্রাণ হারিয়েছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”
প্রসঙ্গত, রবিবার রাত ১২ টা নাগাদ শীতলকুচি থেকে ৩৬ জন পুণ্যার্থীর একটি দল পিকআপ ভ্যানে চড়ে ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল। প্রবল বৃষ্টির মধ্যে জেনারেটর চালিয়ে, গাড়িতে সাউন্ডবক্স বাজানো হচ্ছিল। চ্যাংড়াবান্ধায় ধরলা সেতু থেকে নামার পরেই গাড়ির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন পুণ্যার্থীরা। প্রাথমিক তদন্তে অনুমান, বৃষ্টির মধ্যে জেনারেটরে শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নামে শোকের ছায়া।

