আমাদের ভারত, ১৫ আগস্ট: দীর্ঘ ৭০-৭৫ বছরের জমে থাকা একাধিক সমস্যার সমাধান করছে আমাদের সরকার। দেশের মানুষকে অনাবশ্যক আইনি জটিলতার ফাঁস থেকে মুক্তি দিয়েছে আমাদের সরকার। ৭৫ তম স্বাধীনতা দিবসের লালকেল্লা থেকে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ লালকেল্লায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন বহু বছর ধরে পড়ে থাকা সমস্যার সমাধান করছে বিজেপি সরকার। তার কথায়,
“৩৭০ ধারা বিলোপ হোক, জিএসটি হোক, রাম জন্মভূমি বিবাদের শান্তিপূর্ণ সমাধান হোক, বছরের পর বছর ধরে চলে আসা সমস্যার সমাধান করেছি আমরা।”
মোদী বলেন, এখন ভারত প্রতিপক্ষকে পাল্টা জবাব দিয়ে বিশ্ব দরবারে নিজের শক্তি প্রকাশ করেছে। সার্জিক্যাল স্ট্রাইক করে শত্রুদের নিজেদের ক্ষমতা বুঝিয়ে দিয়েছে ভারত। ভারত যে কঠিন সিদ্ধান্ত নিতে পারে তা গোটা দুনিয়ার সামনে প্রমাণ করেছে। আর এরফলেই ভারতকে নতুন দৃষ্টিতে দেখছে বিশ্ব। ভারত যেমন সন্ত্রাসবাদ এবং সম্প্রসারণবাদের বিরুদ্ধে লড়ছে তেমন করোনির মোকাবিলাও করছে।
মোদী বলেন, ৭০-৭৫ বছর ধরে জমে থাকা এমন বেশ কিছু সমস্যা যেগুলি কয়েক বছরে মিটবে না। তাই শাসনকার্য মানুষের অংশীদারিত্ব বাড়াতে মিশন কর্মযোগী প্রকল্প শুরু করা হয়েছে। কৌশল এবং সামর্থ্য দিয়ে দেশের জন্য জান লড়িয়ে দিতে মরিয়া যুবকদের এই প্রকল্পের সাথে যুক্ত করা হচ্ছে।
একই সঙ্গে প্রধানমন্ত্রী দাবি করেন, গত সাত বছরে একাধিক অনাবশ্যক আইনের ফাঁস থেকে মানুষকে মুক্তি দিয়েছে তার সরকার। মানচিত্র, সংবাদমাধ্যম, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অনেক বিধি নিয়ম আলগা করা হয়েছে। সহজ করা হয়েছে কর ব্যবস্থা। একইসঙ্গে গুড এবং স্মার্ট গভর্নেন্স দিয়েছে বিজেপি সরকার।