Mobile medical, Sabang, সবংয়ের উচিতপুর প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের সূচনা মানস ভুঁইঞার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: বৃহস্পতিবার সবং ব্লকের উচিতপুর প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা মোবাইল মেডিকেল ইউনিটের সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এবং সেচ ও জলপথমন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা।

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) নভনিত মিত্তল, জেলা স্বাস্থ্য আধিকারিক, মহকুমা শাসক, খড়্গপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্য আধিকারিকরা। সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে এই ভ্রাম্যমাণ চিকিৎসা যান।

প্রতিটি অত্যাধুনিক গাড়িতে থাকছেন ডাক্তার, নার্স, পরীক্ষার যন্ত্র। গাড়িতে পোর্টেবল এক্স-রে, ইসিজি, অটো এনালাইজার, ইনকিউবেটর রয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন, ই-প্রেসক্রিপশন করা হবে। টেস্টের রিপোর্টও অনলাইনে পাঠানো হবে। গাড়িতে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, এ এন এম আশা কর্মীরা ছাড়াও ল্যাব টেকনিশিয়ানরা থাকবেন। এককথায় রোগী ভর্তি ছাড়া সমস্ত ধরণের চিকিৎসা পরিষেবা মিলবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে। এতে জেলার প্রাস্তিক এলাকার বাসিন্দারা উপকৃত হবেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বাস্থ্য দফতরের তরফে পশ্চিম মেদিনীপুর জেলায় এই রকম ১৩টি ভ্রাম্যমাণ চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিট প্রদান করা হয়েছে। জেলার প্রান্তিক ও গ্রামীণ এলাকার বাসিন্দাদের দুয়ারে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *