জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ অক্টোবর: সবং থানা এলাকা থেকে পুলিশ ২২ বছরের এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে। নৃশংসভাবে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ সবং থানার অন্তর্গত বয়লাপুকুর শ্মশান এলাকা থেকে ওই যুবকের ক্ষত-বিক্ষত রক্তাক্ত মৃতদেহটির উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, যুবকের নাম খোকন জানা। বাড়ি সবং থানা এলাকার গোড়া গ্রামে। মৃতদেহ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক অনুমান যুবককে গাছের ডাল দিয়ে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।