জে মাহাতো, মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর:
ঘাটাল ব্লকের ৫নং অঞ্চলের দন্দিপুর গ্রামের বাসিন্দারা অভিনব পদ্ধতিতে তাদের গ্রামে স্বাগতম জানিয়েছেন স্থানীয় বিধায়ককে। রবিবার ওই গ্রামে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যান বিধায়ক শঙ্কর দোলই। গ্রামবাসীরা তাঁকে ফুল বৃষ্টির মাধ্যমে স্বাগত জানিয়েছেন।
এদিন দন্দিপুরে সাম্প্রদায়িকতা বিরোধী একটি মিছিল হয়। স্থানীয় তৃণমূল নেতা সাদ্দাম আলী খানের নেতৃত্বে এই মিছিল হওয়ার আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বেশ কিছু কর্মী সমর্থক। মিছিলে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পঞ্চানন মন্ডল ও ৫নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত রায়।

