কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ আগস্ট: ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী কলেজ থেকে সরানো হল বিধায়ককে। কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন ঘাটালের বিধায়ক শংকর দোলই। শিক্ষা দপ্তর থেকে নতুন পরিচালন সমিতির সদস্যদের তালিকা পাঠানো হয়েছে বলে জানাগেছে। সভাপতি হিসেবে নাম রয়েছে সাংসদ দীপক অধিকারীর, সদস্য হয়েছেন অজিত দে, কাজল সামন্ত, প্রণয় ভট্টাচার্য।
তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক অজিত দে বলেন, কলেজ সহ সরকারি অফিসে পৌছে গেছে এই অর্ডারের কপি। দু-একদিনের মধ্যেই নতুন পরিচালন সমিতি তৈরী হয়ে যাবে। গত জুলাই মাসে ঘাটাল এলডি ব্যঙ্ক থেকে সরানো হয়েছে বিধায়ককে। আবার ঘাটাল কলেজ থেকেও সরানো হল। যদিও এই বিষয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘাটাল কলেজে শঙ্কর বাবু সভাপতি হওয়ায় তাঁর ছেলে তুফান কলেজে জিএস হিসেবে দীর্ঘদিন পদে আসীন। তাঁর বিরুদ্ধে অনৈতিক অভিযোগ উঠেছে বার বার।