সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ জানুয়ারি: একদিকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অন্যদিকে এই রাজ্যের উত্তর ২৪ পরগণার পাল্লায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ যজ্ঞ করছেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। দশ জন সাধু সন্তর উপস্থিতে নিজের বিধানসভার মানুষকে সঙ্গে নিয়ে তাদের মঙ্গল কামনায় এই যজ্ঞ হচ্ছে। গেরুয়া বসন পরে যজ্ঞে বসেন স্বপন মজুমদার।
তিনি বলেন, ৫০০ বছরের অপেক্ষার পর রামলালার প্রাণ প্রতিষ্ঠান হচ্ছে। এই বিশেষ দিনে বিধানসভার মানুষের মঙ্গল কামনায় এই যজ্ঞ করা হচ্ছে। একই সঙ্গে সকলেকে সন্ধ্যায় বাড়িতে প্রদীপ প্রজ্বলন করতে অনুরোধ করেন তিনি।