আমাদের ভারত, মেদিনীপুর, ১১ জানুয়ারি: মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বভার আজ গ্রহণ করলেন কেশপুর বিধানসভার বিধায়ক শিউলি সাহা। এদিন মেদিনীপুর জেলাপরিষদে অবস্থিত এমকেডিএ’র দপ্তরে শিউলি সাহার হাতে দায়িত্বভার তুলে দেন জেলাপ্রশাসনের আধিকারিকরা। আজ এমকেডিএর চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর শিউলি দেবী জানান, সামনেই বিধানসভা নির্বাচন, যদিও মাস দুয়েক দেরি আছে, তার মধ্যেই এমকেডিএর অধীনে যেসব উন্নয়নের কাজ চলছে, তা যাতে থেমে না যায় তার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী আমার উপর ভরসা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন।
প্রসঙ্গত, এমকেডিএর চেয়ারম্যান ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক প্রয়াত মৃগেন মাইতি। তিনি পরলোক গমন করায় এমকেডিএর দায়িত্ব দেওয়া হল শিউলি সাহাকে।

