সুশান্ত ঘোষ উওর ২৪ পরগনা, ২৭ মে: ইছামতি নদীর ইটিন্ডা, পানিতর পঞ্চায়েত এলাকা ক্ষতিগ্রস্ত বাধ পরিদর্শনের পর দ্রুত মেরামতির কাজ শুরু করার নির্দেশ দিলেন বসিরহাটে দক্ষিণ বিধানসভা বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি ব্যানার্জি। ওইসব এলাকার যেসব মানুষজন ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আছেন তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাতে কোনওরকম ভাবে অসুবিধা না হয় তার জন্য সবরকম ব্যবস্থা করার নির্দেশ দিলেন। বিধায়কের সঙ্গে ছিলেন বসিরহাট তৃণমূলের এক নম্বর ব্লকের যুব সভাপতি শরিফুল মন্ডল, ব্লক সভাপতি শাহানুর মন্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার সহ স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের আধিকারিকরা।
এদিন টাকি পর্যটনকেন্দ্রের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। সেখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক বলেন, বসিরহাট মহাকুমার সুন্দরবনের বেশ কিছু এলাকা দিয়ে যস বয়ে যাবার কথা ছিল, আমাদের কপাল ভালো সে ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে নদীর জলের স্তর বেড়ে যাওয়ায় গ্রামে ও মেছো ঘেরিতে নোনা জল ঢুকে বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এই নদী বরাবর কংক্রিটের বাঁধ দিতে পারলে এই ধরনের দুর্ঘটনা ঘটত না, এই কংক্রিটে বাধ করতে প্রচুর পরিমাণে অর্থের দরকার, কেন্দ্র সরকার সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে এই কংক্রিটের বাধ করা সম্ভব নয়, কেন্দ্র সরকার রাজ্যের সঙ্গে বার বার বঞ্চনা করছে।

