আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ আগস্ট: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এগরার বিধায়ক সমরেশ দাস। আজ ভোর ৪:১৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তৃণমূল বিধায়ক সমরেশ দাসের মৃত্যু হয়। বিধায়কের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিধায়ক জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ১৮ জুলাই তিনি ভর্তি হন পাঁশকুড়ার বড়মা হাসপাতালে। সেখানে কয়েকদিন চিকিৎসার পরে অবস্থার অবনতি ঘটায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই বেসরকারি হাসপাতালে আজ ভোরে বিধায়কের মৃত্যু হয়েছে। বিধায়ক সমরেশ দাসের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বৎসর।
২০০৯ সালে প্রথম উপ নির্বাচনে জিতে এগরার বিধায়ক হন সমরেশ দাস। এর আগে তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৯ সালে দলবদল করে তিনি তৃণমূলে যোগদান করেন। ২০০৯ সালে শিশির অধিকারী সাংসদ হয়ে যাওয়ায় সেই জায়গায় তিনি উপ-নির্বাচনে জয়ী হন। ২০০৯ এর পর ২০১১ ও ২০১৬ তে এগরার থেকে নির্বাচনে জিতে বিধায়ক হন। বামপন্থী রাজনীতিতে থাকাকালীন তিনি সমবায় আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন।

