আমাদের ভারত, হাওড়া, ৭ মে: করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৮ লক্ষ ৬৬ হাজার টাকা দান করলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরে মহকুমা শাসক তুষার সিংলা, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়ের উপস্থিতিতে চেক তুলে দেন বিধায়ক সমীর পাঁজা।
এদিন বিধায়ক বলেন, উদয়নারায়ণপুরের ১৬টি অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, বিভিন্ন সমবায় সমিতি, ক্লাব সংগঠন, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ছাড়াও উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, ও আমি নিজে আমাদের ৬ মাসের সাম্মানিক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ইতিমধ্যে ব্লকের ৩৫ হাজার পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি বুথে দলের কর্মীদের সাহায্যে প্রতিটি মানুষের প্রতি লক্ষ্য রাখা হচ্ছে।