আমাদের ভারত, হাওড়া, ১৮ ফেব্রুয়ারি: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্ব-শক্তিকরণের লক্ষ্যে তাদের হাতে বিভিন্ন উপকরণ তুলে দিল পশ্চিমবঙ্গ সরকার কর্পোরেশন লিমিটেড। বৃহস্পতিবার উলুবেড়িয়া ১নং ব্লকে এক অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর হাতে উপকরণ তুলে দেন পশ্চিমবঙ্গ সরকার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে ৩২টি গোষ্ঠীর হাতে ক্যাটারিং, টেলারিং, মুড়ি ভাজা মেশিন, মাশরুম চাষের জিনিসপত্র, কোয়েল পাখি চাষের ইনকিউবেটর, বিউটি পার্লারের বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার আনুমানিক ২০ লক্ষ টাকার জিনিসপত্র স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রি শেখর দে, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম সহ অন্যান্যরা।
এদিন বিধায়ক পুলক রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলারা স্বনির্ভর হচ্ছে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের স্বয়ংসম্পূর্ণ করে তোলা হচ্ছে। পশ্চিমবঙ্গ স্ব-রোজগার কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠী গুলিকে আর্থিক সাহায্যের পাশাপাশি বিভিন্ন উপকরণ দিয়ে তাদের স্বনির্ভর করে তোলা হচ্ছে। পুলক রায় বলেন, আগামী দিনে উলুবেড়িয়া ১ নং ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র বিক্রির ব্যবস্থা করা হবে।