আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: হাওড়া থেকে হেঁটে পুরুলিয়া যাওয়ার সময় পথ আটকে তাদের খাবারের ব্যবস্থা করলেন শালবনির বিধায়ক। শনিবার দুপুরের পর রেড জোন হাওড়া জেলার সাঁকরাইল থানা এলাকার ধুলাগড় থেকে পাঁচ জন পরিযায়ী শ্রমিক হাঁটতে হাঁটতে শালবনির রাস্তা ধরে পুরুলিয়ার কাশিপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পরিযায়ী শ্রমিকদের শালবনি এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার বিষয়টি স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতোর নজরে আসে। পরিশ্রান্ত শ্রমিকদের তিনি সেখানে দাঁড়াতে বলেন এবং সঙ্গে সঙ্গে খাওয়ার ব্যাবস্থা করেন। এরপর তাদের কিছুক্ষণ বিশ্রাম করিয়ে একটি গাড়ির ব্যবস্থা করে দেন। বিকেলে ওই শ্রমিকদের নিয়ে গাড়িটি কাশিপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

